ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীতে আহত চিকিৎসক ফরহাদের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
রাজধানীতে আহত চিকিৎসক ফরহাদের মৃত্যু

ঢাকা: মাথায় আঘাতজনিত কারণে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ফরহাদ আলম (৪০) আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চিকিৎসক ফরহাদ মোহাম্মদপুর শাহজাহান রোড এলাকায় চলন্ত রিকশায় থাকায় অবস্থায় মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিউরোসায়েন্সে ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাঁচদিন ধরে চিকিৎসাধীন থাকায় অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, চিকিৎসক ফরহাদ ছিনতাইকারীর নাকি রিকশা থেকে পড়ে আঘাত পেয়েছেন তা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।