সোমবার (১২ জুন) বিকেলে ওষুধ প্রশাসন অধিদপ্তরে এক সাংবাদিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, তিন বছর আগেও বাংলাদেশে স্বাস্থ্যখাতে বাজেট ছিল ৫৩ হাজার কোটি টাকা।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানে সভাপতিত্বে কর্মশালায় অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন বলেন, দেশে উন্নত প্রযুক্তির প্রায় সব ডোজেস ফর্মের ওষুধ উৎপাদন হচ্ছে। এ শিল্প দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ উৎপাদন ও সরবরাহ করছে। আমেরিকা ও ইউরোপসহ ১২৭টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। দিন দিন বাড়ছে ওষুধ রপ্তানি করা দেশের সংখ্যা।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এমএন/এএ