ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

নর্থওয়েস্টার্ন মেডিকেল রিভিউয়ের প্রেসিডেন্ট ঢাকায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৯, মার্চ ১, ২০১৭
নর্থওয়েস্টার্ন মেডিকেল রিভিউয়ের প্রেসিডেন্ট ঢাকায়

ঢাকা: আমেরিকা আন্তর্জাতিক মেডিকেয়ার লিমিটেডের গ্লোবাল প্রফেশনাল টেস্টিং সেন্টারের আমন্ত্রণে সম্প্রতি ঢাকায় এসেছেন নর্থওয়েস্টার্ন মেডিকেল রিভিউয়ের (এনএমআর) প্রেসিডেন্ট ড. জাহান ইফতেখার। তিনি ৪ মার্চ পযর্ন্ত ঢাকায় অবস্থান করবেন।

এ সময়ের মধ্যে তিনি বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন।

এনএমআর হলো ৩০ বছরের একটি পুরানো প্রতিষ্ঠান, যা আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষত আমেরিকার মেডিকেল লাইসেন্স পরীক্ষা নিয়ে থাকেন।



ড. জাহান ইফতেখার আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডা মেডিকেল লাইসেন্স পরীক্ষার উপর সম্যক ধারণা দিবেন।

তার মতে, এ সব দেশগুলোতে ২০২০ সাল নাগাদ প্রায় লক্ষাধিক ডাক্তার প্রয়োজন হবে, যা বাংলাদেশি নব্য ডাক্তারদের জন্য একটি বড় সুযোগ। এটা তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।

তিনি আরো বলেন, এটি একটি সময়োপযোগী সুযোগ, যা থেকে লাভবান হবে এদেশের চিকিৎসকরা।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।