ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, অক্টোবর ৭, ২০১৫
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ছবি: আরিফ জাহান

বগুড়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদের সংঘর্ষের কারণে জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টার দিকে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (০৬ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ ঘটনায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে- বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।