ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

মনোকথা

গাড়ির রঙে ব্যক্তিত্বের পরিচয়

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
গাড়ির রঙে ব্যক্তিত্বের পরিচয়

ঢাকা: রং মানুষের মনকে প্রভাবিত করে এ বিষয় আমরা সবাই জানি। ছবি আঁকার সময় বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে শিল্পীরা ভিন্ন ভিন্ন রং ব্যবহার করে থাকেন।

কেবল শিল্পীরাই নন, আজকাল ঘর সাজিয়ে তুলতেও ইনেটেরিয়র ডিজাইনার রঙের প্রভাবের বিষয়টি মাথায় রাখেন!

মনোবিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন ক্ষেত্রে রং পছন্দ করার মধ্য দিয়ে একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয়ও পাওয়া যায়। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে যানবাহনের রং পছন্দ করার সঙ্গে চিন্তার সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন গবেষকরা।

গবেষণায় দেখা যায়, জীবন-যাপনের ধরন, বয়স ও লিঙ্গ পার্থক্যের কারণেও রং পছন্দের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়।

আসুন জেনে নেওয়া যাক, যানবাহনের রঙের সঙ্গে ব্যক্তিত্বের সম্পর্ক:

সাদা
সাদা রঙটিকে মূলত স্বচ্ছ ও পবিত্র বিবেচনা করা হয়ে থাকে। গাড়ির রং সাদা হলে বুঝতে হবে ওই ব্যক্তি নিজেকে স্বচ্ছ, প্রগতিশীল ও আধুনিক হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন।

কালো
গবেষণায় দেখা গেছে, কালো রংটিকে ‘শক্তিশালী’ হিসেবে বিবেচনা করা হয়। যে কারণে আভিজাত্যের প্রতীক হিসেবে কালো রঙের গাড়ি কেনার প্রবণতা বেশি দেখা যায়।

সিলভার
গাড়ির রং পছন্দের ক্ষেত্রে তালিক‍া করলে দেখা যাবে, যে রংগুলো মানুষ বেশি পছন্দ করে তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে সিলভার। এটিকেও আধুনিকতার প্রতীক মনে করা হয়।

লাল
অনেকেই স্বপ্ন দেখে থাকেন লাল রঙের গাড়ির। মনোবিজ্ঞানীরা মনে করেন, এর অর্থ হলো ওই ব্যক্তি ক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশ করতে চান।

নীল
প্রায় সময়ই বলা হয়ে থাকে নীল রং হলো স্থিরতা ও নিরাপত্তার প্রতীক। আপনার ওপর নির্ভর ও বিশ্বাস করা যেতে পারে।

হলুদ
বিশেষজ্ঞদের মতে, মোটা দাগে বলা যেতে পারে হলুদ রঙের গাড়ি চালকদের ‘সুখী ব্যক্তি’ মনে করা হয়।

ধূসর
যারা ধূসর রঙের গাড়ি চালিয়ে থাকেন, ধারণা করা হয়ে থাকে এ ধরনের মানুষ অস্থির প্রকৃতির হয়ে থাকে।

তবে সময়, অঞ্চল ও যানবাহনের ধরন অনুযায়ী রং পছন্দের ক্ষেত্রে পরিবর্তন আসতে ‍পারে। উদাহারণ হিসেবে বলা যেতে পারে, উষ্ণ অঞ্চলের মানুষ সাধারণত উজ্জ্বল রয়ের গাড়ি বেশি পছন্দ করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।