ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধু মেডিকেলে সর্ববৃহৎ ওটি কমপ্লেক্স চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
বঙ্গবন্ধু মেডিকেলে সর্ববৃহৎ ওটি কমপ্লেক্স চালু

ঢাকা: দেশের সর্ববৃহৎ আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) কমপ্লেক্স চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়।

শনিবার (১ নভেম্বর) সকালে ওটি কমপ্লেক্সটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।



সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণার সময় তিনি বলেন, আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্সের আওতায় চালু করা ক্যাটাগরির মধ্যে রয়েছে মডার্ন ওটি ২৪টি, রিকভারি বেড ২৪টি, পোস্ট অপারেটিভ বেড ২৭টি, আইসিইউ বেড ২১টি ও এইচডিইউ বেড ১৬টি।

শনিবার সকাল ৮টা থেকে ওই অপারেশন থিয়েটার কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

তিনি বলেন, এই আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স গরিব, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের চিকিৎসার পথ সহজ করে দেবে।
 
আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৭ম ও নবম তলায় স্থাপন করা হয়েছে বলেও জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১১৫১ নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।