ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রতিদিন গড়ে আত্মহত্যা করছেন ২৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
প্রতিদিন গড়ে আত্মহত্যা করছেন ২৯ জন ছবি: প্রতীকী

ঢাকা: বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যা করছেন। সেই হিসেবে দিনপ্রতি গড়ে আত্মহত্যাকারীর সংখ্যা দাঁড়ায় প্রায় ২৯ জন।



শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় ডিআরইউ মিলনায়তনে ‘আত্মহত্যা প্রতিরোধে বিকল্প ও প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। অর্কিড সাইকোলজিকাল রিসার্চ সেন্টার এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় অর্কিড সাইকোলজিকাল রিসার্চ সেন্টারের গবেষক ও সাইকোথেরাপিস্ট উম্মে কুলসুম কলি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করছেন। এদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২৯। আগামী ২০২০ সাল নাগাদ আত্মহত্যাকারীর সংখ্যা ১৫ লাখে ঠেকবে। এর পাশাপাশি আত্মহত্যার চেষ্টা চালাবেন এর প্রায় ১০ থেকে ২০ গুন মানুষ।

এছাড়াও আলোচনা সভায় বক্তারা আত্মহত্যা রোধে আত্মহত্যাকারীর ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তার উপর জোর দেন।

চলতি বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের স্লোগান হচ্ছে ‘সিজোফ্রেনিয়ার সাথে বাঁচতে শিখি’।
  
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।