ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বিনামূল্যে বোনম্যারো প্রতিস্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
বিনামূল্যে বোনম্যারো প্রতিস্থাপন: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: গরীব রোগীদের সরকার বিনামূল্যে বোনম্যারো প্রতিস্থাপন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



তিনি বলেন, অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার জন্য রোগীদেরকে প্রতিবেশী দেশ ভারতসহ সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিতে হয়। তবে রোগীদের চিকিৎসার জন্য এমনিতেই কম খরচে তা করা হবে। এরপরও গরীব ও দুঃস্থ রোগীদের তা বিনামূল্যে করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১০ মার্চ হেমাটোলজি বিভাগে বোনম্যারো প্রতিস্থাপন ইউনিট যাত্রা শুরু করে। এরপর বেশ কয়েকজন রোগীর সফল বোন ম্যারো প্রতিস্থাপন করা হয়।
 
ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. এম এ  খান জানান, সিঙ্গাপুরে গিয়ে এর চিকিৎসা করালে ১ কোটি টাকা ব্যয় হয়। ভারতে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেগে যায়। কিন্তু একই মানের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লানটেশন ইউনিট মাত্র পাঁচ লাখ টাকায় দিচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।