ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বগুড়ায় পোলিও টিকা খাবে ৪ লাখ ৩০ হাজার শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
বগুড়ায় পোলিও টিকা খাবে ৪ লাখ ৩০ হাজার শিশু

বগুড়া: বগুড়ায় চার লাখ ৩০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পোলিও টিকা খাওয়ানো কার্যক্রম চলবে।

শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরা এ কার্যক্রমের আওতাধীন।

বগুড়ার সিভিল সার্জন ডা. খলিলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার প্রায় তিন হাজার কেন্দ্রে শিশুদের পোলিও খাওয়ানো হবে। এছাড়া যেসব শিশু শনিবার টিকা থেতে পারবেনা তাদের ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে পোলিও টিকা খাওয়ানো যাবে।      

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।