bangla news

ময়মনসিংহে নয় লক্ষাধিক শিশুকে পোলিও টিকা

|
আপডেট: ২০১৩-১২-১৯ ৬:৩৭:৫৫ এএম

ময়মনসিংহে নয় লক্ষ ২৭ হাজার ৩শ’ ৭ শিশুকে পোলিও টিকা দেওয়া হবে। ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

ময়মনসিংহ: ময়মনসিংহে নয় লক্ষ ২৭ হাজার ৩শ’ ৭ শিশুকে পোলিও টিকা দেওয়া হবে। ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ে পোলিও টিকা দিবস উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা ইপিআই সুপারেন্টেডেন্ট রবিউল আলম এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন ডা. আ.স.ম আব্দুস ছামাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম খানসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ময়মনসিংহ জেলায় তিন হাজার নয়শ’ ৫৭টি টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। এজন্য ২১ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঠে কাজ করবে ১৯ হাজার সাতশ’ ৮৫ জন কর্মী।
 
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন বলেন, ২১ তারিখের পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে অনুসন্ধান চালিয়ে বাদ পড়া শিশুদেরও এ টিকা খাওয়ানো হবে।
         
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2013-12-19 06:37:55