ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

মাগুরায় যক্ষ্মা নিয়ন্ত্রণ ওরিয়েন্টেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
মাগুরায় যক্ষ্মা নিয়ন্ত্রণ ওরিয়েন্টেশন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এইচআইভি/এইডস/প্রজনন স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে মাগুরার স্বপ্নীল ফাউন্ডেশন কার্যালয়ে সকাল ১০টায় এ ওরিয়েন্টেশন সভা শুরু হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায় এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান।

ব্র্যাকের জেলা কর্মকর্তা শেখ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মঞ্জুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা এনজিও কো-অর্ডিনেটর আ. হালিম। কর্মসূচিতে এফপিএবির জেলা কর্মকর্তা অরুন শীল, মেরীস্টোপ ক্লিনিকের ম্যানেজার মোফাজ্জল হোসেন, লাইট হাউজের ম্যানেজার সিদ্দিকুর রহমান, পিকেএস এর ম্যানেজার ইমরুল হাসানসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের জেলা কর্মকর্তারা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।