bangla news

বিশ্বে আশঙ্কাজনকহারে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে

|
আপডেট: ২০১৩-১২-১২ ১০:২২:১১ পিএম

বিশ্বে আশঙ্কাজনকহারে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, প্রতিবছর বিশ্বে প্রায় এক কোটি ৪০ লক্ষ লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

ঢাকা: বিশ্বে আশঙ্কাজনকহারে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, প্রতিবছর বিশ্বে প্রায় এক কোটি ৪০ লক্ষ লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

হু’র মতে, গত বছর বিশ্বে এক কোটি ৪১ লক্ষ মানুষ প্রথমবারের মতো ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বস্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান (আইএআরসি) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের ১৮৪টি দেশের ২৮ ধরনের ক্যান্সারের উপর জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

বলা হয়, ফুসফুস, স্তন ও কলেরেক্টাল এই তিন ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি মারাত্মক।

প্রতিবেদনে জানা যায়, গত বছর বিশ্বে ১৭ লক্ষ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ২০০৮ সালের তুলনায় যা শতকরা ২০ ভাগ বেশি।

শুধু ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েছে তা নয়, ২০১২ সালে এই রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুর সংখ্যাও বেড়েছে। প্রায় ৮২ লক্ষ লোক বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এদের মধ্যে পাঁচ লক্ষাধিক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বলা হয়, উন্নয়নশীল দেশে মানুষের দ্রুত লাইফস্টাইল পরিবর্তনের কারণে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিল্পঘন দেশগুলোতে ক্যান্সার আক্রান্ত বেশি বলেও হু জানায়।

হু’র আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সির প্রধান ডা. ডেভিড ফোরম্যান জানান, স্বল্পোন্নত দেশগুলোতে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রকট।

২০২৫ সাল নাগাদ বিশ্বে প্রতিবছর প্রায় দুইকোটি মানুষ ক্যান্সার আক্রান্ত হবে বলেও ভবিষ্যত বাণী করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2013-12-12 22:22:11