bangla news

ভেজাল খাদ্যে বাড়ছে মূত্রতন্ত্রের ক্যান্সার রোগী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২-১২-০১ ২:৫৬:৪৯ এএম

ভেজাল খাদ্যের কারণে দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে মূত্রতন্ত্রের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, ভেজাল খাদ্য, কেমিকেলযুক্ত খাদ্য, ধূমপান, তামাক ও তামাকজাতীয়...

ঢাকা: ভেজাল খাদ্যের কারণে দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে মূত্রতন্ত্রের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা।

বিশেষজ্ঞদের মতে, ভেজাল খাদ্য, কেমিকেলযুক্ত খাদ্য, ধূমপান, তামাক ও তামাকজাতীয় দ্রব্য সেবন, মূত্রতন্ত্রের রোগ সম্পর্কে রোগীদের অসচেতনতা ও অজ্ঞতা, আধুনিক চিকিৎসা প্রযুক্তির অভাব, দক্ষ ইউরোলজিস্ট, লোকবল ও চিকিৎসাকেন্দ্রের অপ্রতুলতা ইত্যাদি কারণে দেশে মূত্রতন্ত্র (ইউরোলজিক্যাল) ও মূত্রতন্ত্রের ক্যান্সার বিষয়ক রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

মূত্রতন্ত্র বিষয়ক রোগীদের মধ্যে ৮০ শতাংশ ইউরোলজিক্যাল ও ২০ শতাংশ মূত্রতন্ত্র বিষয়ক ক্যান্সারে আক্রান্ত। এছাড়া ট্যানারিশিল্পে কর্মরত শ্রমিকরা অ্যালিলিন ডাই কেমিকেলের সংস্পর্শে এসে মূত্রতন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

শনিবার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন ফাউন্ডেশন অব বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত মূত্রতন্ত্রের ক্যান্সার বিষয়ক ২ দিনব্যাপী আর্ন্তজাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা জানান। সেমিনারে ভারত সিঙ্গাপুর ,অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ দেশ-বিদেশের চার শতাধিক প্যাথলজি ক্যান্সার ও ইউরোলজিক্যাল (মূত্রতন্ত্র বিষয়ক) বিশেষজ্ঞ চিক্যিসকগণ অংশগ্রহণ করেন।

আর্ন্তজাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, জাতীয় অধ্যাপক এম আর খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস-এর সভাপতি অধ্যাপক মেজর জেনারেল (অব.) আলী আকবর।


অনুষ্ঠানে ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্ল্যানটেশন ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এম এ সালাম জানান, দেশে মাত্র ১৫০ জন ইউরালজিক্যাল বিশেজ্ঞ চিকিৎসক রয়েছেন। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

অনুষ্ঠানে উপস্থিত বিশেসজ্ঞরা জানান, বারে বারে প্রস্রাবের বেগ, প্রস্রাব অসমাপ্ত রয়েছে মনে হওয়া, প্রসাব নির্গত হতে ব্যাথা অনুভব, হঠাৎ করে হাত-পা ফুলে যাওয়া, প্রসাবে রক্ত যাওয়া ইত্যাদি মূত্রতন্ত্র বিষয়ক রোগের প্রাথমিক লক্ষণ। কারো এসব সমস্য থাকলে দ্রুত ইউলোজিক্যাল চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাসেবা নেয়া প্রয়োজন।


বাংলাদেশ সময় ১১৪০ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১২
এমএন/জেডএম/একে; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2012-12-01 02:56:49