ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বরিশালে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পুরো বিভাগে মোট ৪৭ জনের প্রাণ গেল।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৮০ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরগুনার পাথরঘাটা উপজেলার হেলেনা বেগম (৫১) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভোলা সদরের উত্তর দিঘলদী এলাকার মোশারেফ (৩৫) ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এমনটি জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ভর্তি হননি।  
 
এ ছাড়া ডেঙ্গুর চিকিৎসা নিতে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৩ জন এবং পটুয়াখালীতে আটজন, ভোলায় ১১ জন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ছয় হাজার ৬৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৩১৪ জন।

চলতি বছর পুরো বিভাগে ৪৭ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় তিনজন, পটুয়াখালীতে একজন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।