ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

বরিশালে ২৫ মার্চ থেকে টানা এ কর্মবিরতি চলছে তাদের।

এতে কিছুটা হলেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে চিকিৎসা সুবিধা নিতে আসা রোগীদের।

কর্মবিরতির ডাক দেওয়াতে ইন্টার্ন চিকিৎসকদের অনেকেই হাসপাতালে কাজ করছেন না। আবার কোনো কোনো ওয়ার্ডে ইন্টার্নদের দেখা যাচ্ছে। তবে অন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করায় এর তেমন কোনো প্রভাব রোগীদের ওপর পড়ছে না।

এদিকে রোগীরা বলছেন, চিকিৎসকরা আসেন বলে তাদের তেমন বেগ পেতে হচ্ছে না। তবে কর্তব্যরত সেবিকারা বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাদের ওপর বাড়তি চাপ পড়ছে।

অপরদিকে হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ইন্টার্নদের কর্মবিরতি চলায় অধ্যাপক, সহযোগী অধ্যাপকদের দিয়ে চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।