ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

দেশে অর্গান ট্রান্সপ্লান্টের সম্ভবনা নিয়ে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
দেশে অর্গান ট্রান্সপ্লান্টের সম্ভবনা নিয়ে সেমিনার

ঢাকা: অর্গান ট্রান্সপ্লান্টের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ভারতের প্রসিদ্ধ ডাক্তার দেবী শেঠির নারায়ণা হেলথ একটি সেমিনার আয়োজন করে।  

রোববার (২৮ জানুয়ারি) সেমিনারটি অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে।

ফরেন ডেলিগেটস হিসেবে নারায়ণা হেলথ রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতাল কোলকাতা শাখার ডাক্তার ফোরকান বাবু শেখ স্পিকার হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করেন, যিনি প্রতিদিন দুটি করে অর্গান ট্রান্সপ্লান্ট করছেন নারায়ণার কোলকাতা শাখায়।  
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ।  

নারায়ণা হেলথের পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণার বাংলাদেশ জোন গ্রুপ হেড সৌমিক দাসগুপ্তা।  

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার ইশতিয়াক আহমেদ শামীম।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং ইউরোলজি বিভাগের হেড প্রফেসর ডাক্তার শফিকুল আলম চৌধুরী, মিডফোর্ড হাসপাতালের প্রফেসর ডাক্তার সুদীপ দাস গুপ্তাসহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সব ছাত্র-শিক্ষক।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।