ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯

ফরিদপুর: জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়নাল আরেফিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া এই রোগে নতুন আক্রান্তের সংখ্যা ৮৯ জন।

শুক্রবার (০৪ আগস্ট) সকালে জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, বৃহস্পতিবার (০৩ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জয়নাল আরেফিন রাজবাড়ী জেলা সদরের বেড়াডাংগা গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, জয়নাল আরেফিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (০২ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন রাজবাড়ী জেলার ও একজন মাগুরা জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে হাসপাতালটিতে ১৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।  

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৮৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৫ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একহাজার ৫৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একহাজার ৩০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।