ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সেল্টিককে উড়িয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
সেল্টিককে উড়িয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শুরু

রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বলেছিলেন, ‘ফিরবেন আবার আগের মতো’। ফিরেছেনও।

দীর্ঘদিন পর দলের হয়ে গোল পেয়েছেন ইডেন হ্যাজার্ড। তাও আবার চ্যাম্পিয়ন্স লিগে।  

মঙ্গলবার রাতে প্রতিযোগীতার প্রথম রাউন্ডে স্কটিশ ক্লাব সেল্টিকের মাঠে ৩-০ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ ও ইডেন হ্যাজার্ড।  

ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রাখে সেল্টিক। রিয়ালও ছাড় দেয়নি স্বাগতিকদের। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণে ধার বাড়ায় ইউরোপের সফলতম ক্লাবটি। গোলও পায় তারা। ৫৬তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সে তাকে খুঁজে নেন ফেডে ভালভার্দে। বল পেয়ে নিয়ন্ত্রনে নিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লুকা মদ্রিচ। ইডেন হ্যাজার্ড থেকে পাওয়া বল বক্সে নিয়ে সেল্টিক ডিফেন্ডারদের কাটিয়ে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ান দীর্ঘদিন পর গোল পাওয়া হ্যাজার্ড। দানি কার্ভাহালের সুন্দর এক পাস থেকে হাফ ভলিতে বল জালে পাঠান বেলজিয়ান এই ফরোয়ার্ড।  

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad