ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সাইফ থেকে ফর্টিসে যোগ দিলেন কাউসার-সবুজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
সাইফ থেকে ফর্টিসে যোগ দিলেন কাউসার-সবুজ কাউসার আলি রাব্বি, সবুজ হোসেন (ডানে)

কিছুদিন আগেই হুট করে সকল ধরনের ফুটবল থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের এই আকস্মিক সিদ্ধান্তে সংকটে পড়তে হয়েছে ক্লাবে থাকা ফুটবলারদের।

নতুন ক্লাবের খোজে রয়েছেন সাইফের ফুটবলাররা। ইতোমধ্যেই নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বেশ কিছু ফুটবলার। তারই ধারাবাহিকতায় এবার ফর্টিস এফসি’তে নাম লিখিয়েছেন কাউসার আলি রাব্বি এবং সবুজ হোসেন।

সাইফ থেকে এক সঙ্গে বেশ কিছু ফুটবলার শেখ রাসেলে পাড়ি জমাচ্ছেন এমনটাই গুঞ্জন রয়েছে। আগামী মৌসুমে রাসেলের হয়ে জামাল ভূঁইয়ার খেলার খবর অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

এবারের মৌসুমেই চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফর্টিস। নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতেই ফর্টিসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন রাব্বি। তিনি বলেন, ‘নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতেই যোগ দিয়েছি। ফর্টিসের সব কিছুই গোছানো। তাদের মাঠ এবং ক্লাবের অবকাঠামো দেখে ভালো লেগেছে। প্রিমিয়ার লিগে নতুন হলেও তাদের লড়াই করার মানসিকতার কারণেই এখানে যোগ দিয়েছি। ’

ফর্টিস ছাড়াও রাব্বির কাছে অন্যান্য ক্লাবের প্রস্তাব ছিল বলে জানিয়েছেন তিনি। ‘অন্য আরও দুইটা ক্লাবে যোগ প্রস্তাব ছিল আমার কাছে। ঐ ক্লাব গুলো বড় ক্লাব। তবে আমি সেখানে যোগ দেইনি। ঐ ক্লাব গুলোতে যোগ দিলে হয়তো আরও বেশি টাকা পেতাম। তবে ফর্টিসে নিজেকে প্রমাণের  সুযোগ পাবো। নিজেকে মাঠে প্রমাণ করতে চাই। ’

‘আসলে যত বেশি খেলার সুযোগ পাবো ততই নিজেকে প্রমাণ করতে পারবো। জাতীয় দলে অবস্থান তৈরি করতেই ফর্টিসে যোগ দেয়া। কারণ এখানে আমি প্লেয়িং টাইমটা বেশি পাবো। ’

একই কারণে ফর্টিসে যোগ দিয়েছেন সবুজ হোসেনও। তিনি বলেন, ‘ফর্টিস ক্লাবে যোগ দিয়েছি এখানে আমার নিজেকে মেলে ধরার সুযোগ পাবো। এখানে পারফরম্যান্স দিয়ে সকলের নজর কাড়তে পারলে জাতীয় দলে স্থান হবে। অন্য ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব ছিল। তবে ঐ ক্লাবের চেয়ে এখানে খেলার সুযোগ বেশি পাবো। তাই সব কিছু ভেবেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। ’

ইতোমধ্যেই খেলোয়াড়দের সব দেনা পাওনা বুঝিয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রাব্বি বলেন, ‘গত বৃহস্পতিবারই সাইফ আমাদের সকল ফুটবলারের সব দেনা পাওনা পরিশোধ করে দিয়েছে। কোনও লেনদেন বাকি নেই। এখন আমরা নতুন মৌসুমে নতুন দলে খেলার প্রস্তুতি নিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad