ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

কেজ ফুটবল: টেনামেন্ট ট্রুপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম হুলিগানস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
কেজ ফুটবল: টেনামেন্ট ট্রুপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম হুলিগানস ছবি: জিএম মুজিবুর

অবশেষে দ্য স্পোর্টস ক্লাবের আয়োজনে কেজ ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় আসরের পর্দা নামলো। আসরের ফাইনালে টেনামেন্ট ট্রুপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম হুলিগানস।

শুক্রবার (০৩ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার 'দ্য স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে জিতেছে টিম হুলিগানস। শিরোপা জেতা দলটির একমাত্র গোলদাতা শরীফ।

ম্যাচ সেরা নির্বাচিত হন টিম হুলিগানসের শরীফ। আসরের সেরা গোলরক্ষক একই দলের পলিন, সর্বোচ্চ গোলদাতা প্ল্যাটফর্ম সলিউশনসের হৃদয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, জান্নাত ট্রেডিংয়ের চেয়ারম্যান আদনান কামাল এবং বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন। এসময় দ্য স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট কাজী তানজুলিস সাদ, দ্য স্পোর্টস ক্লাবের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান মান্না, টুর্নামেন্ট কমিটির চেয়াম্যান ফয়জুর রহমান কো-চেয়ারম্যান এমআর মল্লিক রনি এবং দ্য স্পোর্টস ক্লাবের ম্যানেজার রিয়াদ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।  

মিডিয়া পার্টনার বাংলানিউজ২৪.কমের পক্ষ থেকে ক্রেস্ট বুঝে নিচ্ছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর

এবারের কেজ ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- এইস, সেক্টর সি, ইনভিসিবল টিম, টেনামেন্ট ট্রুপার্স, প্ল্যাটফর্ম সলিউশনস লিমিটেড, এমএ ট্রেডার্স, টিম হুলিগানস, তেজগাঁও আশোরা ৯৭, মিলন স্পোর্টিং ক্লাব ও টুইসডে ফুটি ব্রাদার্স।  

এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর জান্নাত ট্রেডিং। মিডিয়া পার্টনার বাংলানিউজ২৪.কম।

এর আগে ২০২০ সালেও কেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল দ্য স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।