ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টিনার রদ্রিগো দে পল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টিনার রদ্রিগো দে পল  রদ্রিগো দে পল/সংগৃহীত ছবি

সদ্যই কোপা আমেরিকার শিরোপা জেতার স্বাদ পেয়েছেন রদ্রিগো দে পল। এবার ক্লাব ক্যারিয়ারেও বড় লাফ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

উদিনেস থেকে পাঁচ বছরের চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে পাড়ি দিলেন তিনি।

সোমবার দে পলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাকে কিনতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের খরচ করতে হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো।

গত মৌসুমে সিরি আ’র ক্লাব উদিনেসের হয়ে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১০টি গোলও করিয়েছেন দে পল। এরপর থেকেই তাকে পেতে জোর প্রচেষ্টা চালিয়ে গেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।

ইতালিতে দুর্দান্ত মৌসুম কাটানোর পর এইতো সেদিন ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জেতা আর্জেন্টিনার হয়ে দারুণ খেলেছেন দে পল, যা আবার ২৮ বছরে আলবিসেলেস্তেদের প্রথম বড় শিরোপা।  

গত সপ্তাহেই দে পলের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে কোপার আসর শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা আসতে দেরি হচ্ছিল। আসরের পর্দা নামার পর তাই আর দেরি করেনি লা লিগার জানান্টরা।

২০১৩ সালে দে পলকে আর্জেন্টিনার অন্যতম সেরা প্রতিভা হিসেবে দাবি করেছিলেন সিমিওনে। ৮ বছর পর স্বদেশী সেই প্রতিভাকে নিজ দলে টেনে দিলেন লা লিগার অন্যতম সেরা এই কোচ।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।