ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
করোনায় আক্রান্ত আর্জেন্টিনার আগুয়েরো সার্জিও আগুয়েরো

করোনায় আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ৩২ বছর বয়সী তারকা।

 

নিজের অফিসিয়াল টুইটারে আগুয়েরো লেখেন, ‘আমার কিছু উপসর্গ দেখা দিয়েছে এবং আরোগ্যের জন্য আমি ডাক্তারের নির্দেশনা অনুসরণ করছি। ’ 

চোটের কারণে চলতি মৌসুমে তিনি মাত্র মাঠে নেমেছেন ৫ ম্যাচে। খেলেছেন ১৪১ মিনিট। স্বেচ্ছা-আইসোলেশনে থাকায় গত তিন ম্যাচে আগুয়েরোকে পায়নি সিটিজেনরা। এবার আরও দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।  

কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর থেকে স্বেচ্ছা আইসোলেশনে আছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।