ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

কষ্টার্জিত জয়ে আবাহনীর শুভসূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জানুয়ারি ১৪, ২০২১
কষ্টার্জিত জয়ে আবাহনীর শুভসূচনা ছবি: শোয়েব মিথুন

কষ্টার্জিত জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভসূচনা হলো আবাহনী লিমিটেডের। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাচ্ছিল না আবাহনী। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে।  

ছবি:  শোয়েব মিথুন

বিরতি থেকে ফিরলেও আবাহনীকে আটকে রেখেছিল পুলিশের রক্ষণভাগ। তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। ৮৭তম মিনিটে আবাহনীকে জয়সূচক গোল এনে দেন হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।