ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

চার মাসের জন্য ছিটকে গেলেন সুয়ারেস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, জানুয়ারি ১৩, ২০২০
চার মাসের জন্য ছিটকে গেলেন সুয়ারেস  লুইস সুয়ারেস

বার্সেলোনাকে বড় দুঃসংবাদ দিয়েছেন লুইস সুয়ারেস। উরুগুইয়ান ফরোয়ার্ডকে ছাড়াই চার মাস খেলতে হবে কাতালানদের। হাঁটুতে চোট পাওয়ায় রোববার (১২ জানুয়ারি) সার্জারির ছুরির তলে যেতে হয়েছে ৩২ বছর বয়সী তারকাকে। 

দুঃসংবাদের খবরটি এমন সময় এলো, চলতি মৌসুমে যখন একজন সেন্ট্রাল ফরোয়ার্ডের জন্য ধুঁকছে ক্যাম্প ন্যু শিবির।  

গত বছর থেকে হাঁটুর চোটটি বয়ে বেড়াচ্ছেন সুয়ারেস।

এবার সুপারকোপার সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ফের পুরনো চোটে পড়েন তিনি। যার কারণে আগামী ১৯ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে সুয়ারেসকে ছাড়াই খেলতে হবে বার্সাকে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।