ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

লিভারপুলকে রেকর্ড গড়া জয় এনে দিলেন ফিরমিনো 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, জানুয়ারি ১২, ২০২০
লিভারপুলকে রেকর্ড গড়া জয় এনে দিলেন ফিরমিনো  বল দখলের লড়াইয়ে ফিরমিনো: ছবি-সংগৃহীত

চলতি মৌসুমে লিভারপুলকে থামাতে ‍পারে এমন সাধ্য যেন কারও নেই। একের পর এক জয়রথে ছুটে চলেছে ইয়ুর্গেন ক্লপের দল। এবার টটেনহামকে তাদের ঘরের মাটিতে হারিয়ে রেকর্ড গড়েছে অল রেডসরা। 

৩৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর গোলে স্পার্সদের ১-০ ব্যবধানে হারিয়ে গত এক বছর ধরে প্রিমিয়ার লিগে পরাজয়ের মুখ না দেখা লিভারপুল টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা অব্যাহত রেখেছে। চলতি মৌসুমে ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে ২১ ম্যাচ শেষে কোনো দলই ৬১ পয়েন্ট অর্জন করতে পারেনি।  

এই রেকর্ড নেই ইউরোপের অন্য শীর্ষ চার লিগেও। এর আগে রেকর্ডটি ছিল ম্যানচেস্টার সিটির। দুই বছর আগে ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়েছিল সিটিজেনরা। এবার পেপ গার্দিওলার শিষ্যদের যেন সব জায়গায় পিছে ফেলেছে ক্লপের দল। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান ১৭।  

অন্যদিকে দুইয়ে থাকা লেস্টার সিটির বিপক্ষে যেখানে তাদের ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১৬ পয়েন্টে। মাঝপথে অঘটন না ঘটলে এবার লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করতে পারবে দীর্ঘ ৩০ বছর পর।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।