ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, অক্টোবর ১০, ২০১৯
ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে ফ্রান্স জাতীয় দল থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। এমনটি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এর ফলে তারকা এই স্ট্রাইকার ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার আইসল্যান্ড ও সোমবার তুরস্কের বিপক্ষে খেলতে পারবেন না।

প্যারিস সেন্ট জার্মেইর তারকা এমবাপ্পের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বুরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচের স্ট্রাইকার আলাসানে প্লেয়াকে।

চলতি মৌসুমের প্রথম থেকে ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে।

হ্যামিস্ট্রিংয়ের চোটে ইতোমধ্যে এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর বোর্দোর বিপক্ষে লিগের ম্যাচে তিনি ফিরেছিলেন। পরে এক অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারায়ের বিপক্ষেও খেলেন।

কিন্তু ২০ বছর বয়সী এই ফুটবলার ফের চোট পান ও গত শনিবার পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে অঁজের বিপক্ষে খেলতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।