ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, সেপ্টেম্বর ১১, ২০১৯
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সহজ জয় ফ্রান্স বনাম অ্যান্ডোর ম্যাচের দৃশ্য: ছবি-সংগৃহীত

জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ স্তাদ দে ফ্রান্সে ২০২০ ইউরো বাছাই পর্বের ‘এইচ’ গ্রুপে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসিরা। 

ম্যাচের ১৮ মিনিটে জোনাথন ইকোনের পাস থেকে ফ্রান্সকে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড কিংসলে কোমেন। ৫২ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের অ্যাসিস্ট থেকে ক্লেমেন্ট ল্যাঙ্গলেট গোল করে দ্বিতীয়বার এগিয়ে দেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বেন ইয়েদ্দেরের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।  

‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে মলদোভাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তুরস্ক। আলবেনিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ড।  

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।