ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

আফ্রিকান নেশন্স কাপের আসর মিশরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জানুয়ারি ৯, ২০১৯
আফ্রিকান নেশন্স কাপের আসর মিশরে ছবি: সংগৃহীত

পঞ্চমবারের মতো আফ্রিকান নেশন্স কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মিশর। ফলে ২০১৯ সালের আসরটি ফারাওদের ঘরেই অনুষ্ঠিত হবে।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) এক সভায় ভোটাভুটির মাধ্যমে মিশরকে নির্বাচিত করা হয়। ভোটে মিশর একমাত্র প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকাকে হারায়।

যদিও আগামী জুনে অনুষ্ঠেয় আসরের আয়োজক হওয়ার কথা ছিল ক্যামেরুনের। তবে প্রস্তুতি ঠিক মতো সম্পন্ন করতে না পারায় আয়োজনের দায়িত্ব হারায় দেশটি।

এর আগে ১৯৫৭, ১৯৭৪, ১৯৮৬ ও ২০০৬ সালে এ টুর্নামেন্ট আয়োজন করে মিশর।

আগামী ১৫ জুন আফ্রিকা নেশন্স কাপ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। মূল পর্বে অংশ নেবে মোট ২৪টি দেশ।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।