ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেলিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোতে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, ডিসেম্বর ৭, ২০১৮
মেলিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোতে রিয়াল মেলিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলতে রিয়াল-ছবি: সংগৃহীত

স্প্যানিশ কাপের প্রথম লেগে ৪-০ গোলে জেতা রিয়াল দ্বিতীয় লেগে মেলিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে উঠে গেছে শেষ ষোলোতে।

একমাত্র ইসকো ছাড়া তৃতীয় সারির এই দলটির বিপক্ষে দলের বড় তারকা কেউই ছিলেন না। বড় তারকাদের বিশ্রাম দেন কোচ সান্তিয়াগো সোলারি।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বার্নাব্যুতে রিয়ালের প্রথম গোল আসে ৩৩তম মিনিটে। বেশ দূর থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন মার্কো অ্যাসেনসিও।

৩৫ মিনিটে তার গোলেই স্কোর লাইন গিয়ে দাঁড়ায় ২-০ তে।

চার মিনেট পরেই আবার গোল। তবে এবারের গোলদাতা হাভিয়ের সানচেস। অ্যাসেনসিওর ক্রসে নিখুঁত শটে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের খেলায় একই ধার অব্যাহত রেখে ৪৭ মিনিটে উপরের কোন দিয়ে নেওয়া শটে বল জালে পাঠান ইসকো।

পঞ্চম গোলটি এসেছে ৭৫তম মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস কারিশমায় গোলরক্ষক খেই হারালে ম্যাচ থেকেই ছিটকে যায় মেলিয়া।

মেলিয়ার একমাত্র গোলটি এসেছে ৮১তম মিনিটে, পেনাল্টি থেকে।

তবে দলটির ব্যবধান কমানোর স্বস্তি উবে যেতে সময় লাগেনি। ৮৩ মিনিটে আরেকবার ইসকো আঘাত হানলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।