ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

শেষ ষোলো নিশ্চিত করল রোনালদোর জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, নভেম্বর ২৮, ২০১৮
শেষ ষোলো নিশ্চিত করল রোনালদোর জুভেন্টাস জুভেন্টাসের জয়। ছবি: সংগৃহীত

গোলটা না দিতে পারলেও বলটা এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদোই। তারই বাড়িয়ে দেওয়া পাস থেকে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে শেষ ষোলোতে নিয়ে গেলেন মানজুকিচ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে নকআউট পর্বে পৌঁছে যায় রোনালদোর জুভেন্টাস। ম্যাচের প্রথমার্ধে দিবালা, রোনালদো এবং মানজুকিচের সম্মিলিত আক্রমণ খুব একটা সফলতা দেখাতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধেই জুভেন্টাসের এই আক্রমণভাগ যেনো বদলে যায়। পায় সাফল্যও। আর সেই সাফল্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।

‘এইচ’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে জুভেন্টাস। দিনের অন্য এক ম্যাচে ইয়াং বয়েজকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১০। তারা আছে তালিকার দ্বিতীয়তে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।