ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মিলানের কাছে শেষ মুহূর্তে হারলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, আগস্ট ৫, ২০১৮
মিলানের কাছে শেষ মুহূর্তে হারলো বার্সা ছবি: সংগৃহীত

বল পজিশন, টোটাল পাস, অন টার্গেটে শট, সবদিকে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে এসি মিলানের কাছে হেরে গেল বার্সেলোনা। প্রাক মৌসুম টুর্নামেন্টে লেভাইস স্টেডিয়ামে আন্দ্রে সিলভার ৯২ মিনিটের গোলে বার্সাকে ১-০ গোলে হারালো ইতালিয়ান জায়ান্ট মিলান।

এ ম্যাচে অবশ্য কাতালানদের হয়ে কোনো তারকাই খেলেননি। রাশিয়া বিশ্বকাপের পর বিশ্রামে থাকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, ওসমান দেম্বেলে, জর্দি আলবা, স্যামুয়েল উমতিতি ও ফিলিপ কুতিনহো এখনও দলের সঙ্গে যোগ দেননি।

তবে এবারের প্রাক মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না বার্সার। প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে টাইব্রেকারে জয়ের পর রোমার বিপক্ষে হেরে যায় আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।