ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

জিরুদের গোলে আর্সেনালের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, ডিসেম্বর ১০, ২০১৭
জিরুদের গোলে আর্সেনালের রক্ষা ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে তেমন সুবিধে করতে না পারা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল। সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অবশ্য শেষ মুহূর্তে স্ট্রাইকার অলিভার জিরুদের গোলে রক্ষা হয় দলটির।

সর্বশেষ লিগের দুই ম্যাচে জয় বঞ্চিত আর্সেনাল। এর আগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল গানাররা।

এদিন সাউদাম্পটনের মাঠ সেন্ট ম্যারিস স্টেডিয়ামে প্রথমেই পিছিয়ে পড়ে আর্সেনাল। খেলার তিন মিনিটে আর্সেনালের জার্মান ডিফেন্ডার পের মার্তেসাকারের ভুলে বল পেয়ে গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার চার্লি অস্টিন।

বিরতির পর ৮৮ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান ফ্রেঞ্চ তারকা জিরুদ। আলেক্সিস সানচেজের ক্রস থেকে হেড করে গোলটি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।