ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হুমকির মুখে ম্যারাডোনার নাপোলি রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১০, এপ্রিল ১৭, ২০১৭
হুমকির মুখে ম্যারাডোনার নাপোলি রেকর্ড ম্যারাডোনার নাপোলি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মারেক হামসিক (বামে)/ছবি: সংগৃহীত

নাপোলির সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার দিয়েগো ম্যারাডোনার রেকর্ড হুমকির মুখে! আর মাত্র তিনটি গোল করলেই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে ছুঁয়ে ফেলবেন অখ্যাত মারেক হামসিক। দশ মৌসুম ধরে নাপোলির জার্সিতে খেলছেন স্লোভাকিয়ান মিডফিল্ডার।

সাত মৌসুমের নাপোলি ক্যারিয়ারে (১৯৮৪-৯১) সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫৯ ম্যাচে ১১৫টি গোল করেন ম্যারডোনা। দীর্ঘ সময় ধরে তার রেকর্ডটি কেউই ভাঙতে পারেননি।

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল গঞ্জালো হিগুয়েইনের।

...কিন্তু, এ মৌসুমে নাপোলি ছেড়ে জুভেন্টাসে যোগ দেন হিগুয়েইন। তার আগে ৯১টি গোল করে গেছেন। তাই ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি কেবল ২৯ বছর বয়সী হামসিকের সামনে।

হামসিক ছাড়া বর্তমানে এ ক্লাবে খেলছেন এমন কেউই সেরা দশে নেই। এখন পর্যন্ত ১১২ বার (৪৪৫ ম্যাচ) প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। এ তালিকায় তৃতীয় স্থানে প্রয়াত ইতালিয়ান স্ট্রাইকার আতিলিয়া সালাস্ত্রো (১০৮)। চার গোল পিছিয়ে চতুর্থ স্থানে এডিনসন কাভানি। পিএসজিতে যোগ দেওয়ার আগে নাপোলিতে তিন মৌসুম (২০১০-১৩) খেলেছিলেন উরুগুইয়ান তারকা।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।