ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ফাইনালের মিশনে সাবিনাদের সামনে মালদ্বীপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জানুয়ারি ১, ২০১৭
ফাইনালের মিশনে সাবিনাদের সামনে মালদ্বীপ বাংলাদেশ নারী দলের সামনে সাফের ফাইনালে উঠার হাতছানি/ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২ জানুয়ারি) শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের শুরু থেকেই এক কথায় দুর্দান্ত খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগান প্রমীলাদের ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পরের ম্যাচে টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে গেছে সেমিফাইনালে।

বাংলাদেশ নারী দলের সামনে সাফের ফাইনালে উঠার হাতছানি/ছবি: সংগৃহীত

সাফ সেমিফাইনালে অবশ্য এর আগেও দু’বার খেলেছে। প্রথমবার ২০১০ সালে নেপালের কাছে ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর দ্বিতীয়বার ২০১৪ সালেও ওই একই প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে সেমি থেকেই। তবে সেই নেপালকে এবার এড়িয়ে যেতে পারায়, প্রথমবারের মতো ফাইনালে উঠার স্বপ্ন দেখছে লাল-সবুজের প্রমীলা ফুটবলাররা।

পক্ষান্তরে, মালদ্বীপ এবারই প্রথম শেষ চারে উঠলো। সন্দেহ নেই অভিজ্ঞতা ও মাঠের কৌশলে এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে খেলাটি যেহেতু ফুটবল তাই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে কে মাঠ ছাড়বে সেটিই এখন ভক্ত-সমর্থকদের দেখার অপেক্ষা!

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।