ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

ফুটবল

খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৬ দুই নারী ফুটবলারকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৬ দুই নারী ফুটবলারকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অনূর্ধ্ব-১৬ দুই সহোদর বোন আনুচিং মগী ও আনাই মগীকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন।

খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অনূর্ধ্ব-১৬ দুই সহোদর বোন আনুচিং মগী ও আনাই মগীকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন।

 

বুধবার (৩০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুব-উল আলম খাগড়াছড়ি রিজিয়নে কৃতি দুই ফুটবলারকে সংবর্ধনা দেন।

এ সময় তাদের আর্থিক সহয়তা কর‍া হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সদর জোন কমান্ডার লে. কর্নেল হাসান মাহমুদ ও খাগড়াছড়ির কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও চাইনিজ তাইফের মধ্যে ফাইনাল খেলায় সর্বোচ্চ ৫ গোল করা আনুমং মগী বাংলানিউজকে বলেন, খাগড়াছড়িতে প্রথম সংবর্ধিত হয়ে নিজের কাছে খুব ভালো লাগছে।

দুই সহোদরের বাড়ি খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায়। বর্তমানে তারা ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।