ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

জার্মানিরও উচিত আর্জেন্টিনাকে ভয় পাওয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
জার্মানিরও উচিত আর্জেন্টিনাকে ভয় পাওয়া ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে জার্মানি। মাঠের লড়াইয়ের আগেই কথার লড়াই শুরু হয়ে গেছে।

এ লড়াইয়ে যোগ দিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনও ছেড়েছেন হুংকার।

ফাইনালকে সামনে রেখে নাপোলির এ তারকা স্ট্রাইকার বলেন, জার্মানিরও উচিত হবে আর্জেন্টিনাকে ভয় পাওয়া। ফাইনাল নিয়ে জার্মানিও চিন্তায় আছে, যেহেত‍ু প্রতিপক্ষ আর্জেন্টিনা।

রিয়াল মাদ্রিদের হয়ে ‍বার্নাব্যু কাঁপানো স্ট্রাইকার হিগুয়েন বলেন, আমরা ফাইনালে লড়বো এবং জিতবো। আমরা স্বপ্নের বিশ্বকাপ হাতে তুলবো। লাখো আর্জেন্টাইন আমাদের সঙ্গে আছেন। অনেকে খেলা দেখতেও মাঠে উপস্থিত থাকবেন।

ভক্তদের উদেশ্যে তিনি বলেন, গত ২৪ বছর ধরে আপনার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন। আপনাদের সমর্থন আমাদের জন্য বিশ্বকাপ জয়ে গুরত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।