ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

নকআউটে একমাত্র লালকার্ড হজম দুয়ার্তের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৯, জুলাই ২, ২০১৪
নকআউটে একমাত্র লালকার্ড হজম দুয়ার্তের

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বের ৪৮ ম্যাচে নয় লালকার্ড হজম করেছেন নয় দেশের নয় খেলোয়াড়। নকআউট পর্বে গ্রিসের বিপক্ষে একমাত্র লালকার্ডটি হজম করেন কোস্টারিকার অস্কার দুয়ার্তে।

এর ফলে নকআউট পর্যন্ত দশ দেশের দশজন খেলোয়াড় লালকার্ড হজম করেন।

গ্রুপ পর্বে লালকার্ডের এ ‘জোয়ার’ শুরু করেন উরুগুয়ের ডিফেন্ডার ম্যাক্সি পেরেইরা। কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম খেলায় তিনি এ লালকার্ড পান। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বেলজিয়ামের স্টিভেন ডিফোর লালকার্ডের মাধ্যমে গ্রুপ পর্বে তা শেষ হয়।

লালকার্ড হজম করা অন্য আট খেলোয়াড় হলেন- জাপানের বিপক্ষে গ্রিসের খেলোয়াড় কস্তাস কাতসুরানিস, ফ্রান্সের বিপক্ষে হন্ডুরাসের খেলোয়াড় উইলসন প্যালাসিওস, ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সং, মেক্সিকোর বিপক্ষে ক্রোয়েশিয়ার আন্তে রেবিচ, জার্মানির বিপক্ষে পর্তুগালের ডিফেন্ডার পেপে, উরুগুয়ের বিপক্ষে ইতালির মার্চিসিও, ফ্রান্সের বিপক্ষে ইকুয়েডরের ভ্যালেন্সিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বেলজিয়ামের স্টিভেন ডিফোর।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।