ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা-নাইজেরিয়া টুকিটাকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, জুন ২৫, ২০১৪
আর্জেন্টিনা-নাইজেরিয়া টুকিটাকি ছবি: সংগৃহীত

ঢাকা: ‘এফ’ গ্রুপে প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং নাইজেরিয়া। এরই মধ্যে দু’দলই একাদশ ঘোষণা করেছে।

আর্জেন্টিনা এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও আজকের ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টপ ১৬-তে যাবে।

বুধবার রাত ১০টায় ব্রাজিলের ফোর্তো আলেগ্রে শহরের এস্তাদিও বেরিয়া-রিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে এ দু’দল বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিল চারবার। আর্জেন্টিনা জিতেছিল তিনবার। ক্লাদিও ক্যানেজিয়ার জোড়া গোলে ১৯৯৪ সালে ২-১ এ জিতে তারা। ২০০২ সালের বিশ্বমঞ্চে গ্রাবিয়েল বাতিস্তুতার গোলে ১-০ তে জয় পায় আর্জেন্টাইনরা। আর ২০১০ সালের বিশ্বকাপে গ্রাবিয়েল হেইঞ্জের একমাত্র গোলে জয় তুলে নেয় তারা।

অন্যদিকে নাইজেরিয়া শেষ ছয়বারের দেখায় মাত্র একবার জিতেছে আর্জেন্টিনার বিপক্ষে। তবে বিশ্বমঞ্চে তারা একবারও জিততে পারেনি আর্জেন্টাইনদের বিরুদ্ধে।

১.৩ গড়ে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টাইনরা শেষ ছয় ম্যাচে আট গোল করেছে। শেষ ১৪টি বিশ্ব আসরে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ১১টি ম্যাচ জিতেছে, আর হেরেছে মাত্র একটি ম্যাচে। গোল করেছে ২৭টি, আর গোল হজম করেছে ৫টি।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি দেশের হয়ে শেষ সাত ম্যাচে গোল করেছেন আটটি।

নাইজেরিয়া এখন পর্যন্ত ২২১ মিনিট অতিবাহিত করেছে কোনো গোল হজম না করে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘন্টা, ২৫ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।