ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফের গোল উৎসবের অপেক্ষায় ফন্তে নোভা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুন ২৫, ২০১৪
ফের গোল উৎসবের অপেক্ষায় ফন্তে নোভা

ঢাকা: গোল উৎসবে মেতেছে এবারের বিশ্বকাপ। সোমবার পর্যন্ত অনুষ্ঠিত ৪০ ম্যাচে গোল হয়েছে ১১৭টি।

  গড়ে ২.৯২ গোল।

তবে উল্লেখযোগ্য বিষয় এই, বিশ্বকাপের এবারের আসরে যেসব ম্যাচে সর্বোচ্চ গোল হয়েছে তার তিনটিই সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

গ্রুপ পর্বে এ মাঠে নির্ধারিত চারটি ম্যাচের ইতোমধ্যে তিনটি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বসনিয়া-ইরানের মধ্যে হবে চর্তুথ ম্যাচ।

এর আগের তিন ম্যাচে মোট ১৭ গোল হয়। স্পেন-নেদারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচে গোল হয় ৬টি। এরপর জার্মানি-পর্তুগাল ম্যাচে গোল হয় ৪টি। আর সর্বশেষ ২০ জুন ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচে গোল হয় ৭টি।

মঙ্গলবারের এ ম্যাচে কে জয় পাবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ম্যাচে গোল হবে কতটি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।