ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইতালি-উরুগুয়ের নকআউটে ওঠার লড়াই চলছে...

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, জুন ২৪, ২০১৪
ইতালি-উরুগুয়ের নকআউটে ওঠার লড়াই চলছে...

ঢাকা: ডি গ্রুপ থেকে বিশ্বকাপের নক-আউট পর্বে ওঠার জীবন-মরণ লড়াইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

ইতোমধ্যেই ‘ডি’ গ্রুপ থেকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড বিদায় নিয়েছে।

আজকের ম্যাচে বিদায় নিতে হবে পরাজিত দলকে।

ব্রাজিলের নাতালের দাস দুনাস স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়।

ইতালি একাদশ:
জিয়ানলুগি বুফোন (গোলরক্ষক), গিয়র্গি চিয়েলিনি, আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বুনোচ্চি, মাতিও দারমিয়ান, ক্লাদিও মারচিশিও, আন্দ্রেয়া পিরলো, মারিও বালোতেল্লি, সিরো ইমমোবাইল

কোচ: সিজার প্রানদেল্লি

উরুগুয়ে একাদশ:
ফারনান্দো মুসলেরা (গোলরক্ষক), দিয়েগো গডিন, আলভারো পেরেরা, হোসে গিমেনেজ, মার্টিন ক্যাকারাস, ক্রিস্টিয়ান রড্রিগেজ, নিকোলাস লোডেইরো, আলভারো রিওস, আলভারো গঞ্জালেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি।

কোচ: ওস্কার তাভারেজ

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২৪, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।