ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে রোববারে তিন ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৭, জুন ২২, ২০১৪
বিশ্বকাপে রোববারে তিন ম্যাচ

রোববার বিশ্বকাপের দশম দিনে তিনটি খেলা রয়েছে। রাত দশটায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম খেলবে রাশিয়ার বিরুদ্ধে।

এর আগে বেলজিয়াম ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে। আর রাশিয়া ১-১- গোলে কোরিয়ার সঙ্গে ড্র করে।

অন্যদিকে রাত ১০ টায় কোরিয়া রিপাবলিক খেলবে আলজেরিয়ার বিপক্ষে। এই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বেলজিয়াম (৩)। দ্বিতীয় অবস্থানে কোরিয়া (১), তৃতীয় রাশিয়া (১)  ও চতুর্থ আলজেরিয়া।

আর সর্বশষ ভোর ৪ টায় ‘জি’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্র খেলেবে পর্তুগালের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এর আগে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। একটি ম্যাচ খেলে একটি হেরে পয়েন্ট তালিকায় তলানিতে আছে পর্তুগাল। এ গ্রুপে দুইটি খেলে একটি জিতে ও ড্র করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।