ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

শোকাচ্ছন্ন নাইজেরিয়ার সামনে বসনিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৬, জুন ২২, ২০১৪
শোকাচ্ছন্ন নাইজেরিয়ার সামনে বসনিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রুপ ‘এফ’ এ বসনিয়া-হার্জেগোভিনা লড়ছে নাইজেরিয়ার বিপক্ষে। কুইয়াবার এ ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর ৪টায়।



এ ম্যাচের আগে কাগজ কলমের বিচারে এগিয়ে রয়েছে বসনিয়া। সর্বশেষ ছয় ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। আর ইরানের সঙ্গে ড্র করা নাইজেরিয়া শেষ ছয় ম্যাচের একটিতেও জয় পায়নি।

নাইজেরিয়ায় এখন চলছে শোকের ছায়া। গত বুধবার দেশটির উত্তরাঞ্চলের দামাতুরু শহরে বড় পর্দায় ব্রাজিল ও মেক্সিকোর খেলা দেখতে এসে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। গুরুতর আহত হয়েছেন আরো প্রায় ২৭ জন।

এমন শোক সঙ্গে নিয়ে আজকের ম্যাচটি জিততে চাইবে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়া।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ২২ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।