ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমারের ওপর নির্ভরশীল নয় ব্রাজিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জুন ২১, ২০১৪
নেইমারের ওপর নির্ভরশীল নয় ব্রাজিল

ঢাকা: প্রতি ম্যাচে নেইমার গোল করে দলকে জেতাবে এমন প্রত্যাশা করেন না ব্রাজিলের তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ। প্রতিভাবান তরুণ খেলোয়াড় নেইমারের ওপর চাপ কমাতে লুইজ বলেন, নেইমার গ্রেট খেলোয়াড়, সে আমাদের বিশ্বকাপ জেতার স্বপ্নকে রক্ষা করে চলেছে।

কিন্তু ব্রাজিল দল এককভাবে তার ওপর নির্ভরশীল নয়।


রেকর্ড দামে চেলসি থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে সদ্য যোগ দেওয়া এই ডিফেন্ডার আরও বলেন, নেইমার গ্রেট খেলোয়াড়, তবে সে এখনও বালক, সে দলের জন্য খেলতে চায়, জয় পেতে দলকে সহযোগিতা করতে চায়। নেইমার জানে দল তার ওপর নির্ভরশীল নয়, কেননা দলে আরও অনেক তারকা খেলোয়াড় রয়েছে।

শনিবার এক সংবাদমাধ্যমকে লুইজ জানান, ভালো খেলার সামর্থ দলের অন্যদেরও আছে, প্রতি ম্যাচে গোল করে জেতানো বা প্রতি ম্যাচে তাকেই সেরা খেলা খেলতে হবে এই দায় নেইমারের ওপর দেওয়া ঠিক নয়।

নেইমার ব্যক্তিগতভাবে ও দলগতভাবে তার দায়িত্ব পালন করবে, অন্য খেলোয়াড়রাও তাদের সর্বোচ্চ দেবে বলেও প্রত্যাশা করেন ডেভিড লুইজ।


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।