ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

সর্বকালের সেরা দ্রুতগতির ফুটবলার রোবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
সর্বকালের সেরা দ্রুতগতির ফুটবলার রোবেন ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে এবারের বিশ্বকাপে প্রতিশোধ নিয়েছে গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ড। ম্যাচে ফরোয়ার্ড আরিয়েন রোবেন দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য।



সেদিনের ম্যাচে ঘণ্টায় ৩৭ কিলোমিটার গতিতে দৌড়ে সর্বকালের সেরা দ্রুতগতির ফুটবলার হিসেবে প্রথম স্থানে উঠে এসেছেন এ ডাচ ফুটবলার।

এর আগে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে দৌড়ে সেরা দ্রুতগতির ফুটবলার ছিলেন আর্সেনালের থিয়ো ওয়ালকর্ট।

তালিকায় তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া (৩৫.২ কিলোমিটার), ওয়েলসের গ্যারেথ বেল আছেন চর্তুথ স্থানে (৩৪.৭ কিলোমিটার), পঞ্চম স্থানে রয়েছেন টটেনহামের অ্যারন লেলন (৩৩.৮ কিলোমিটার)। আর তালিকায় ষষ্ঠ স্থানে নেমে এসেছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো (৩৩.৬ কিলোমিটার)।

ঘণ্টায় ৩২.৫ কিলোমিটার গতিবেগ নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি এবং অষ্টম স্থানে রয়েছেন ওয়েন রুনি, ঘণ্টায় ৩২.১ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।