ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইরান-নাইজেরিয়া চূড়ান্ত একাদশ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, জুন ১৭, ২০১৪
ইরান-নাইজেরিয়া চূড়ান্ত একাদশ

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরে পঞ্চম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে গ্রুপ ‘এফ’ এর দুই দল ইরান ও নাইজেরিয়া। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ১টায় ম্যাচটি শুরু হবে।



এশিয়ার সেরা ফুটবল দল হয়ে এবারের বিশ্বকাপে স্থান পায় ইরান। যদিও ২০১০ বিশ্বকাপে স্থান হয়নি ইরানের। আর ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়া ২০১০ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়।
 
ইরান একাদশ:

হাঘিঘি (গোলরক্ষক), হেইদারি, হাজি সাফি, হোসেইনি, আমির হোসেইন, জাভেদ নিকোউমান (অধিনায়ক), আন্দ্রানিক, মনতাজেরি, রেজা, ডিজাঝাগ ও মেহেরদাদ। এ ম্যাচে ইরান খেলবে ৪-৩-২-১ ফরমেটে।

কোচ: কার্লোস কুইরোজ।

নাইজেরিয়া একাদশ:

ভিনসেন্ট এনিয়েমা (গোলরক্ষক ও অধিনায়ক), অ্যামব্রোস, মুসা, এমিনিকি, মিকেল, মোসেস, ওশানিওয়া, ওবোওবোনা, আজিজ, ওনাজি ও ওমেরো। ফুটবলের চির পরিচিত ৪-৩-২-১ ফরমেটে নিয়েই মাঠে নামছে তারা।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।