ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

জার্মানির বিপক্ষে কি গোল করবেন রোনালদো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, জুন ১৬, ২০১৪
জার্মানির বিপক্ষে কি গোল করবেন রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো

ঢাকা: পর্তুগাল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কি সোমবারের ম্যাচে গোল করবেন?

এই প্রশ্নই এখন ম্যাচ শুরুর আগে লাখ ডলারের।

তবে পরিসংখ্যানের বিচারে জার্মানির সঙ্গে পর্তুগালের শেষ তিন দেখার একটিতেও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।



পর্তুগালকে জয় পেতে এ ম্যাচে তাদের একমাত্র ব্যান্ড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে গোল করতেই হবে। তার চেয়েও বড় কথা মেসি, নেইমাররা নিজেদের প্রথম ম্যাচে গোল করেছেন। পারবেন কি রোনালদো। এর উত্তর খেলা শেষেই মিলবে।

২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ সালে ইউরো'তে জার্মানির বিপক্ষে যে স্মৃতি ক্রিশ্চিয়ানোর তা নিশ্চয়ই নিজেও চাইবেন না সদ্য ইনজুরিকে কিক করে মাঠে ফেরা এই পর্তুগীজ তারকা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।