ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোল বসনিয়ার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৮, জুন ১৬, ২০১৪
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোল বসনিয়ার

ঢাকা: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোল হজম করলো বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে খেলতে নেমে মাত্র তিন মিনিটের মাথায়ই আর্জেন্টাইন ড্রিবলিং জাদুকর লিওনেল মেসির ফ্রি কিক ক্লিয়‍ার করতে গিয়ে বসনিয়ান ডিফেন্ডার কোলাসিনাক নিজের দলের জালে বল জড়িয়ে ফেলেন।



এই আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার শুভ সূচনার পাশাপাশি নতুন ইতিহাস রচিত হয়। বিশ্বকাপের ইতিহাসে এতো দ্রুততম সময়ে কোনো আত্মঘাতী গোলের ঘটনা ঘটলো।

এর আগে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম আত্মঘাতী গোল খায় স্বাগতিক ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল খায় হন্ডুরাস।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।