ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

তৃতীয় দিনে চার খেলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জুন ১৪, ২০১৪
তৃতীয় দিনে চার খেলা

ঢাকা: ফিফা ব্রাজিল বিশ্বকাপের ২০তম আসরের তৃতীয় দিন শনিবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় হেলো হরিজোন্ত স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের প্রথম খেলায় কলোম্বিয়ার মুখোমুখি হবে গ্রিস।



এরপর রাত ১টায় ফোর্তালেজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ বি এর প্রথম ম্যাচ। এতে উরুগুয়ের মুখোমুখি হবে কোষ্টারিকা।

বাংলাদেশ সময় শনিবার দিনগত ভোর ৪টায় ডি গ্রুপের খেলায় চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে।

ব্রাজিলিয়ান বিশ্বখ্যাত রেইনফরেস্ট আমাজানের কাছাকাছি অবস্থিত মানাউস স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বাংলাদেশ সময় ১৫ জুন সকাল ৭টায় রেসিফে স্টেডিয়ামে জাপান ও আইভরি কোস্টের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।