ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

প্রস্তুতি ম্যাচ খেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জুন ১১, ২০১৪
প্রস্তুতি ম্যাচ খেললেন রোনালদো

ঢাকা: শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ান রোনালদো। আয়ারল্যান্ডসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে প্রায় এক ঘণ্টা মাঠে কাটান তিনি।



আইরিশদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রোনালদোকে ফিরে পাওয়া আত্মবিশ্বাসী পর্তুগাল শিবির। প্রথমার্ধে ২-০ লিড নিয়ে মাঠ ছাড়ে তারা। রোনালদোর একটি ফ্রি কিক পোস্টে লেগে ফেরত আসলে ফেরাটা গোল দিয়ে উৎযাপন করা হয়নি সময়ের অন্যতম সেরা এ ফরোয়ার্ডের।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে মেতে ওঠে আইরিশরা। একটি গোলও পেয়ে যায় তারা। ৬৫ মিনিটের সময় রোনালদোকে তুলে নেন কোচ। ম্যাচের পুরোটা সময় রোনালদোকে কোন অস্বস্তি ছাড়া খেলতে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

আইরিশদের আক্রমণের ধারা অব্যাহত থাকলেও ম্যাচের শেষ ১৩ মিনিটে আরো তিনটি গোল অাদায় করে প্রস্তুতিটা ভালোভাবে সেরে নেয় বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়া পর্তুগাল।

রোনালদো ফেরার দিনে চোট থেকে ফিরেছেন দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য রাউল মেয়ারেস।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ১১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।