ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

একই দলে মেসি-রোনালদো? ফিফা সভাপতির ইঙ্গিতে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ২৪, ২০২৫
একই দলে মেসি-রোনালদো? ফিফা সভাপতির ইঙ্গিতে তোলপাড় ইনফান্তিনো, রোনালদো ও মেসি/সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো—যাদের নিয়ে ফুটবলভক্তদের বিভক্তি চলছেই, এবার তাদের একই দলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনার সূত্রপাত করলেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার রাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইশোস্পিড (iShowSpeed)–এর এক লাইভস্ট্রিমে অতিথি হিসেবে এসে এমন কথাই বললেন ফিফা বস।

লাইভ চলাকালীন স্পিড ইনফান্তিনোকে সেই বহুল আলোচিত প্রশ্ন করেন—“মেসি না রোনালদো?”

জবাবে ইনফান্তিনো বলেন, “দুজনই অবিশ্বাস্য খেলোয়াড়। আপনি যদি পর্তুগিজ হন, তাহলে রোনালদোকে সমর্থন করবেন। আর যদি আর্জেন্টাইন হন, তাহলে মেসিকে। তবে আমি বরং চাই—তারা একসঙ্গে খেলুক। ভাবুন তো, একই দলে মেসি-রোনালদো খেলছে! কেমন হতো সেটি?”

এই মন্তব্যে মুহূর্তেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক মাধ্যমে ফুটবলপ্রেমীরা একে আখ্যা দিচ্ছেন ‘ফ্যান্টাসি ফুটবলের চূড়ান্ত স্বপ্ন’। কেউ কেউ আবার সরাসরি ইন্টার মায়ামির সম্ভাবনার কথা বলছেন, যেহেতু মেসি সেখানে খেলছেন এবং ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম—যিনি রোনালদোকে দলে নিতে বড় চমক উপহার দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই স্ট্রিমে ইনফান্তিনো আরও বলেন, “রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন। কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। ”

যদিও রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসর ক্লাব বিশ্বকাপে খেলছে না, তবুও তার মতো বিশ্বতারকাকে এই টুর্নামেন্টে আনার জন্য ফিফার ভেতরে নানারকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও গুঞ্জন ছড়িয়েছে।

এদিকে রোনালদোর প্রতিনিধিরা ইনফান্তিনোর এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে 'দ্য অ্যাথলেটিক'।

তবুও এক মুহূর্তের জন্য হলেও ‘মেসি ও রোনালদোকে একই দলে দেখার’ কল্পনা ফুটবলবিশ্বে এক বিশাল উত্তেজনার ঢেউ তুলেছে—যেটি অনেকের চোখে ফুটবলের ‘শেষ স্বপ্ন’।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।